DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সাকিবের থাকছে পুরস্কার জেতার সুযোগ!

DoinikAstha
এপ্রিল ৯, ২০২১ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক :

বর্তমান তরুণ প্রজন্ম মোবাইলে গেম খেলে অনেক সময় পার করে। এবার তাদের জন্য গেম নিয়ে এসেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে খেললে থাকছে পুরষ্কার জেতার সুযোগও!

এ বিষয়ে শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট করেছেন সাকিব। সেখানে লেখা হয়েছে, আমরা “SAH75 Cricket Championship” নামের একটি মোবাইল গেম তৈরি করছি। এই ধরনের অফিসিয়াল গেম বাংলাদেশে এটিই প্রথম! আমরা আপনাদের অনুরোধ করছি এই গেমটির টেস্টার হবার জন্য! আমরা চাই ফ্যানদের পরামর্শ নিয়ে গেমটি হয়ে উঠুক বিশ্বমানের!

সেখানে আরো লেখা হয়, Google Play Store থেকে গেমটি ডাউনলোড করুন এখান থেকে https://play.google.com/store/apps/details… এই গেমটি সম্পর্কে পরবর্তী সব আপডেটের জন্য গেমটির ফেসবুক পেজ SAH75 Cricket Championship ফলো করুন https://www.facebook.com/SAH75-Cricket-Championship-106101154677144

পুরষ্কারের বিষয়ে বলা হয়েছে- এই মুহূর্তে আমরা প্রথম ২০০,০০০ টেস্টারকে সুযোগ দিতে পারব। টেস্টার হিসেবে কিন্তু আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার সুযোগ থাকছে। সুতরাং গেমটি এখনি ডাউনলোড করে নিন!

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।