DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সাজেকে অপহৃত সেই ঢাবি শিক্ষার্থী উদ্ধার

Abdullah
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

সাজেকে অপহৃত সেই ঢাবি শিক্ষার্থী উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার পথে দ্বীপিতা চাকমা (২৪) নামে অপহৃত পর্যটক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় দ্বীপিতা চাকমাকে সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ।

পুলিশ সুপার জানান, সাজেক থানাধীন সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম এলাকা থেকে সাজেক থানা পুলিশ অপহৃত পর্যটক ও ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ওই ছাত্রী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। বেলা সোয়া ১২টার দিকে সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ি গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে।

রাঙ্গামাটি পুলিশ সুপার এর পক্ষ থেকে ৬ সেপ্টেম্বর/২৩-এ প্রেস রিলিজে বলা হয়ঃ *রাঙ্গামাটির সাজেক যাওয়ার পথে পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক চাকমা শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ*

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির চৌত্রিশ শিক্ষার্থী ভ্রমণে রাঙ্গামাটির
সাজেক যাওয়ার পথে আজ বুধবার (০৬/০৯/২০২৩ খ্রি.) দুপুরে সাজেক থানাধীন সিজকছড়া নামক স্থানে শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। হঠাৎ ১০/১২ জন অজ্ঞাতনামা পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসী গাড়িতে কোন পাহাড়ি শিক্ষার্থী আছে কি না জানতে চায়, তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তারা শিক্ষার্থীদের মধ্যে থাকা একমাত্র পাহাড়ী শিক্ষার্থী দিপিতা চাকমা (২৫) -কে জোরপূর্বক মোটরসাইকেলে করে অজ্ঞাতস্থানে নিয়ে যায় ।

সাজেক থানা পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধারের লক্ষ্যে অভিযান চালিয়ে আজ বুধবার আনুমানিক সন্ধ্যা সাতটায় রাঙ্গামাটি জেলার সাজেক থানাধীন দাঁড়িপাড়া বনোআদম নামক স্থান হতে অপহৃত ছাত্রীকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, এর আগে, বুধবার বেলা আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিজকছড়া এলাকা থেকে দ্বীপিতা চাকমা অপহরণ করা হয়েছিল। তারা ৩৪ জন সাজেক বেড়াতে যাচ্ছিল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১