সাজেক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে জামায়াত
স্টাফ রিপোর্টারঃ
রাঙ্গামাটি জেলার সাজেকের রুইলুই পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।
আজ সোমবার (২৬ ফেব্রুয়ারী/২৫) দুপুর পনে ১টার দিকে ৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এসময় জেলা আমীর সৈয়দ আব্দুল মোমেন স্থানীয়দের সাথে সাক্ষাৎ করে ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবর নেন এবং ধৈর্য ধারণ করার উৎসাহ প্রদান করেন। এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ এ নিয়জিত সদস্যদের সাথে সাক্ষাত করেন।
৮ সদস্যের প্রতিনিধি দলে জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা অফিস সম্পাদক আবু ইউসুফ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃ মাইনুদ্দীন, দীঘিনালা উপজেলা জামায়াতের সভাপতি হেলাল উদ্দিনসহ জামায়াতের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, অগ্নিকাণ্ডের ঘটনাটি গত ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ইং সোমবার আনুমানিক দুপুর ১২:৪৫ ঘটিকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।