DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৩রা জানুয়ারি ২০২৫
ঢাকাশুক্রবার ৩রা জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে হত্যার পরে গাছে ঝুলিয়ে দিয়েছে

News Editor
নভেম্বর ৩, ২০২০ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সোহরাব হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি :  সাতক্ষীরা জেলার কালিগঞ্জের পল্লীতে পিটিয়ে হত্যার পরে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামে ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে প্রেরণ করেছেন।

থানা ও স্থানীয়দের দেওয়া তথ্যে জানা গেছে, নীলকন্ঠপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র আবির হোসেন বাবু (২৮) কে পিটিয়ে হাত ও পায়ের নক উপড়ে ফেলে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (২ নভেম্বর) রাতে পরিকল্পিতভাবে হত্যার স্বীকার বাবুর বসত বাড়ীর ১শ গজ দুরে পুকুর পাড়ে গাছের ডালে স্ত্রীর ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে হত্যাকারীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে প্রতিবেশীর বাবুর লাশ ঝুলতে দেখে স্থানীয় মেম্বর ও চেয়ারম্যানকে অবহিত করে।

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 

খবর পেয়ে তারা সরেজমিনে গিয়ে বিষয়টি থানা পুলিশকে জানান। সকাল ৯ টায় কালিগঞ্জ থানার উপ পরিদর্শক জিয়ারত আলীসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসেন এবং লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে উপ পরিদর্শক জিয়ারত আলীর নিকট জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন লাশের আলামত সন্দেহজনক। এটা হত্যা নাকি আত্মহত্যা রিপোর্ট না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ।

ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন বলেন, বাবুকে পুর্ব পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তদন্ত পুর্বক হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হোক। ইউপি সদস্য খলিল বলেন হত্যার স্বীকার বাবু সোমবার সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত বাঁশতলা বাজারে চায়ের দোকানে ছিল। পরিকল্পিতভাবে প্রতিপক্ষরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:০৬
  • ৩:৪৬
  • ৫:২৭
  • ৬:৪৫
  • ৬:৪১