DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ী সমিতির সেক্রেটারীর সৌজন্য সাক্ষাৎ

News Editor
সেপ্টেম্বর ২১, ২০২০ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

সোহরাব হোসেন ,সাতহ্মীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে সাতহ্মীরা সুলতানপুর বড়বাজারের কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম ও সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র জেলা প্রতিনিধি মোজাফ্ফার রহমানকে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় নব-নির্বাচিত সেক্রেটারী আব্দুর রহিম বাবু’র মাথায় হাত রেখে আরো বেশি সফলতা ও সমৃদ্ধির জন্য দোয়া করেন প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ এবং সকলকে সাথে নিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলাম।

এছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল , বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, ফারুক মাহবুবুর রহমান, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক খন্দকার আনিছুর রহমান, সাংবাদিক স.ম মশিউর রহমান ফিরোজ, সাংবাদিক মাছুদুর জামান সুমন, সাংবাদিক রায়হান গফুরসহ সাতক্ষীরা প্রেসক্লাবের বেশ কয়েকজন সাংবাদিকবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।