বোরহান উদ্দিন, জামালপুর প্রতিনিধি :
৫ জানুয়ারী রবিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী দক্ষিণ বাজার এসএ প্লাজায় ভয়াবহ আগুনে বকুল মেশিনারীজ এন্ড স্যানেটারী পন্য দোকান পুড়ে গেছে। রবিবার ৫ জানুয়ারী বিকাল তিনটার দিকে সানন্দবাড়ী দক্ষিণ বাজার মেইন রোড সংলগ্ন এসএ প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিব পুর উপজেলা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের অফিসার আজহারুল ইসলামের নেতৃত্বে আগুন নিভানোর কার্যক্রম চালানো হয়। জানা যায়, আনুমানিক দুপুর তিনটার সময় সানন্দবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বকুল মেশিনারীজ ডিলার বকুল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের দিকে আগুন লেগে দ্বিতীয় তলা পর্যন্ত উঠে যায়। আগুন মুহূর্তেই প্রথমতলা ও দ্বিতীয় তলার কয়েকটি ইউনিটে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী বকুল মিয়া বলেন আগুনে আমার প্রায় ৬০ / ৭০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত জানা যায়নি।
সানন্দবাড়ী বাজারের একাধিক ব্যবসায়ী জানান ঐতিহ্যবাহী সানন্দবাড়ী বাজার, উত্তরাঞ্চলের সব চেয়ে বড় বাজার। এখানে প্রতি বছর আগুন লেগে
সানন্দবাড়ী বাজারের কোটি কোটি টাকার সম্পদ
পুরে ছাই হয়ে যায়। ৩০/৩৫ কিঃমিঃ দুর থেকে ফায়ার সার্ভিস এর ইউনিট আসতে আসতে সব পুরে শেষ হয়ে যায়। দেওয়ানগঞ্জ, বকসিগঞ্জ, রৌমারী ও , রাজীবপুর থেকে ফায়ার সার্ভিস এসে কোন কাজ করতে পারে না। বরং আগুন নিয়ন্ত্রণ হওয়ার পরে আসে। তাই সানন্দবাড়ীতে অতি শীঘ্রই ফায়ার সার্ভিস ইউনিট স্হাপন করার জন্য জোড় দাবি জানান।
এমকে/আস্থা