DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সাপের কামড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

Astha Desk
আগস্ট ২৩, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

সাপের কামড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

পাবনায় সাপের কামড়ে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২২শে আগষ্ট) পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ছাত্র নেতা রাকিব খান মৃত্যুবরণ করেন। নিহত রাকিব খান সাথিয়া থানার সাটিয়াকোলা গ্রামের আহেদ আলীর ছেলে। কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ২২শে আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী শ্মশান ঘাটের পাশে রাকিব তার নিজস্ব মৎস্য খামার দেখতে যান। সেখান থেকে ফেরার পথে তার পায়ে সাপ কামড় দেয়। বিষয়টি সে তেমন আমলে না নিয়ে স্বাভাবিকভাবেই চলাচল করতে থাকে।

পরে রাত ১০টার দিকে অসুস্থ বোধ করায় পরিবারের লোকজন দ্রুত তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ছাত্র নেতা রাকিব খান মৃত্যুবরণ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।