DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

Astha Desk
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

 

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর ও আমিনবাজারে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে আমিনবাজার ভাঙা ব্রীজ এলাকা ও হেমায়েতপুরের জামাল ক্লিনিকের সামনে এসব ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক পাবনা জেলার চাটমোহর থানার মনছুরাপুর গ্রামের আলফোতের ছেলে মামুন শেখ (২৫)। নিহত অপরজন ভারসাম্যহীন ব্যক্তি৷ তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ৷

পুলিশ জানায়, গতকাল রাত ৩ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ভাঙা ব্রীজ এলাকায় আরিচাগামী লেনে অটোরিকশা চালক মামুন শেখকে অজ্ঞাত পরিবহন চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই নিহত হয় তিনি। অপর দিকে একই মহাসড়কের হেমায়েতপুরের জামাল ক্লিনিকের সামনে ভোর ৫ টার দিকে আরিচাগামী লেনের অজ্ঞাত পরিবহনের চাপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির (২৪) মৃত্যু হয়৷

সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবু হাসান বলেন, রাতেই হেমায়েতপুর ও আমিনবাজারের দুই ঘটনায় নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এর ভেতর অটোরিকশাচালক মামুন শেখের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় জানতে পিবিআই এর সহয়তা নেওয়া হচ্ছে। এই দুই ঘটনায় ঘাতক পরিবহনগুলো চিহ্নিত করার করার চেষ্টা চলছে৷

অন্য দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদুৎ এলাকায় প্রাইভেটকার চাপায় শুনিল চন্দ্র দাশ (২৬) নামের একটি অটোরিকশা চালক গুরুতর আহত হয়ে মুমূর্ষ অবস্থায় হাবিব ক্লিনিকে ভর্তি রয়েছে৷ এ ঘটনায় প্রাইভেটকারটি আটক করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০