DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৯শে জানুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ২৯শে জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সিডিউল নিয়ে ‘মাইনকার চিপায়’ নুসরাত ফারিয়া

News Editor
নভেম্বর ২, ২০২০ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

গান, সিনেমা কিংবা ওয়েব ফিল্ম—সবকিছুতেই বেড়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার উপস্থিতি। কিছুদিন আগেই তার গাওয়া ‘আমি চাই থাকতে’ শিরোনামে একটি গান প্রকাশ পেয়েছে। এবার এ নায়িকা পড়েছেন ‘মাইনকার চিপায়’!

মূলত ‘মাইনকার চিপায়’ নামের একটি ওয়েব ফিল্মের অনুষ্ঠানে গিয়ে নতুন ঘোষণা দিয়েছেন নুসরাত ফারিয়া। এ ঘোষণা দেয়ার আগে তাকেও সিডিউল নিয়ে ‘মাইনকার চিপায়’ পড়তে হয়েছিল! এ নায়িকা জানান, তার হাতে নতুন কাজের জন্য পর্যাপ্ত সময় ছিল না। কিন্তু গল্পটা পড়েই তিনি বেশ চিন্তায় পড়ে যান। পরের অবশ্য শুটিং করার সিদ্ধান্ত নেন।

অমৃতা রাও জন্ম দিলেন ফুটফুটে পুত্র সন্তান

‘মাইনকার চিপায়’ নামের ওয়েব ফিল্মটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে ৯ নভেম্বর। এটি পরিচালনা করেছেন চলচ্চিত্রকার আবরার আতহার। এ ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় তিন তারকা আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ।

তবে নুসরাত ফারিয়া যে ওয়েব ফিল্মে অভিনয় করবেন সেটির নাম ‘যদি, কিন্তু, তবুও…’। আগামী ৭ নভেম্বর থেকে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্মটির শুটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে এ নায়িকার। এতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে।

নুসরাত ফারিয়া বলেন, ‘‘অনেক কষ্টে সিডিউল দিতে পেরেছি। গল্প, বাজেট এবং দর্শকদের দেখানোর প্লাটফর্ম পছন্দ হওয়ার কারণেই ‘যদি, কিন্তু, তবুও…’-তে চুক্তিবদ্ধ হয়েছি।’’

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে ২০১৫ সালে চলচ্চিত্রে আসেন নুসরাত ফারিয়া। ‘আশিকী’, ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিক’, ‘শাহেন শাহ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭
  • ১২:১৪
  • ৪:০৩
  • ৫:৪৩
  • ৭:০০
  • ৬:৪১