DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সিদ্দিক বাজারের বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু “ফলোআপ”

Astha Desk
মার্চ ২৬, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিদ্দিক বাজারের বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু “ফলোআপ”

 

জিয়া হাসান আকাশ/ঢাকা দক্ষিণ প্রতিনিধিঃ

 

ঢাকার সিদ্দিক বাজারের বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ জনে।

 

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে আজ রোববার (২৬শে মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসান মারা যান। সিদ্দিক বাজারের বিস্ফোরণের ওই ঘটনায় এখন আহত একজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

 

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন বলেন, হাসানের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল। শরীরে আঘাতের চিহ্নও ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে লাইফ সাপোর্ট ছিলেন তিনি।

 

প্রসঙ্গত, ৭ মার্চ বিকালে রাজধানীর সিদ্দিক বাজারের বিকট বিস্ফোরণ ঘটলে চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। বিস্ফোরণে ওই ভবনের দুটি ফ্লোর ভেঙে নিচে পড়ে যায়।ভবনের ২৪টি কলামের মধ্যে ৯টি কলাম ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার দিনেই বিস্ফোরণের ধ্বংসস্তূপ থেকে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। এতে সামনের রাস্তায় থাকা পথচারীরাও হতাহত হন। এছারাও ওই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকের মৃত্যুতে নিহতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে।বিস্ফোরণের ওই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে পুলিশ যে মামলা করেছে, সেই মামলায় ভবন মালিকসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই ভবনের স্যানিটারির দোকান সহ বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিসও ছিল, ভবনের ওপরের কয়েকটি তলায় ছিল আবাসিক ফ্ল্যাটও।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০