চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। গত ১৭ মার্চ ২০২১ সিলেটের সুনামগঞ্জের শল্লা উপজেলায় হিন্দু অধ্যুষিত গ্রামের উপর ন্যাক্যার জনক হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক, রংপুর বিভাগের কো-অর্ডিনেটর এবং দিনাজপুর জেলার খানসামা উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। বিবৃতিতে তিনি বলেন, এই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এই হামলার ঘটনায় যে বা যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত বিবরণ থেকে আমরা জানতে পারি কয়েকদিন ধরে উক্ত এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ বিষয়ে অবহিত ছিলেন। তারপরেও এ ধরনের ঘটনা ঘটা অত্যন্ত দুঃখ জনক। বিবৃতিতে তিনি এ ধরনের ঘটনা যাতে আর কোথাও না ঘটে সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।