DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে শাহ মুল্লক হত্যা মামলায় আরো ১০ আসামি আত্মসমর্পণ

DoinikAstha
মে ১৯, ২০২১ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে শাহ মুল্লক হত্যা মামলায় আরো ১০ আসামি আত্মসমর্পণ

জেলা প্রতিনিধিঃসুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুর নগর গ্রামের শাহ মুল্লক হত্যা মামলায় আরো ১০ আসামি আত্মসমর্পণ করেছেন। বুধবার সকাল ১১টার দিকে আসামিরা দলবদ্ধভাবে থানায় এসে হাজির হন।

পরে দিরাই থানা পুলিশ তাদেরকে সুনামগঞ্জ আদালতে পাঠায়। আসামির স্বজনরা জানান, বাকি আসামি যারা রয়েছেন তারা সবাই আত্মসমর্পন করবেন।

অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান জানান, শাহমুল্লক হত্যা মামলার এজাহার নামীয় ১০ আসামিসহ ৪২ জন থানায় এসে আত্মসমর্পণ করেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে, মামলার তদন্ত প্রায় শেষের দিকে। মেডিকেল রিপোর্ট পেলেই পুলিশি তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ খাস জায়গা দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান নুর নগর গ্রামের আবদুস সালমের ছেলে শাহ মুল্লক। ঘটনার পর ১৬ মার্চ সামছুল ইসলাম বাদী হয়ে ফিরোজ আলীকে প্রধান আসামি করে ৬৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]