DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

Abdullah
মার্চ ৩১, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

আস্থা ডেস্কঃ

সুনামগঞ্জে যৌতুকে দাবি মেটাতে না পারায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন। মৃত্যুদন্ড প্রাপ্ত স্বামী মোঃ রাসেল মিয়া জেলার জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের সফিক মিয়ার ছেলে।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের মোহনমালা বেগমের
বিয়ে হয় একই গ্রামের মোঃ রাসেল মিয়ার সঙ্গে। বিয়ের পর স্বামী মো. রাসেল মিয়া স্ত্রীকে নিয়ে নিজ বসত বাড়িতে ঘর সংসার করতে থাকেন। প্রায়ই রাসেল মিয়া স্ত্রীর নিকট যৌতুক দাবিতে নির্যাতন শুরু করেন। এ নিয়ে স্ত্রী আদালতে একটি মামলাও দায়ের করেন। মামলা দায়েরের পর আসামি রাসেল মিয়া আর যৌতুক দাবি করবে না ও নির্যাতন করবে না মর্মে অঙ্গীকার নামা দিয়ে ফের স্ত্রীকে বাড়িতে নিয়ে যায়।

 

কিছুদিন যেতে না যেতেই স্বামী যৌতুক দাবি করে আবারও নির্যাতন শুরু করে। বিগত ২৮.০৬.২০১৮ইং তারিখে ভিকটিমকে স্বামীর ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এসময় ভিকটিমের গলায় ও ঠোঁটে জখমের চিহ্ন দেখা গেছে এবং নাক দিয়ে রক্ত ও মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। পরে মোহনমালার মা বাদী হয়ে জামালগঞ্জ থানায় রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারকার্য শেষে রাসেল মিয়ার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের জাকির হোসেন মোঃ রাসেল মিয়াকে মৃত্যুদন্ড দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪