DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৫ই মে ২০২৪
ঢাকারবিবার ৫ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু শাসন নেই বলেই ধর্ষণ-নির্যাতন থামছে না: ডা. জাফরুল্লাহ

News Editor
অক্টোবর ৬, ২০২০ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

ণস্বাস্থ্য হাসপাতালের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ মন্তব্য করে বলেছেন দেশে সুষ্ঠু শাসন নেই বলেই ধর্ষণ ও নারী নির্যাতন থামছে না। তিনি বলেন প্রধানমন্ত্রীর উচিৎ সৌদি আরব গিয়ে বাদশার সাথে সরাসরি কথা বলে শ্রমিকদের সমস্যার সমাধান করা

মঙ্গলবার (৬ অক্টোবর) করোনাকালীন দেশে আসা প্রবাসী শ্রমিকদের বিষয়ে সরকারের ব্যর্থতা ও করণীয় শীর্ষক এক আলোচনায় প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ফোনালাপে নয়, প্রধানমন্ত্রীর উচিৎ সৌদি আরব গিয়ে বাদশার সাথে সরাসরি কথা বলে শ্রমিকদের সমস্যার সমাধান করা। আলোচনায় সৌদি প্রবাসী বাকের হোসেন শ্রমিকদের সমস্যা সমূহ তুলে ধরেন।

খালেদা-তারেককে নিয়ে তিন নেতার ‘বিদ্রোহী’ মন্তব্যে তোলপাড় বিএনপি

ডা. জাফরুল্লাহ শ্রমিক সহ দেশের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। রোববারে (৪ অক্টোবর) রাজধানীতে সৌদি প্রবাসীদের উপর লাঠিচার্জের কড়া সমালোচনা করে তিনি বলেন, প্রবাসীদের সাথে পুলিশের লাঠিচার্জে আমি ব্যথিত, প্রবাসীদের টাকায় সরকার চলছে, তাদের কেন টিকিটের জন্য রাস্তায় নামতে হবে??

জাফরুল্লাহ বলেন, জনগণের সরকার হলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর সুন্দর কথার মতোই সুন্দর কাজটাও করা দরকার। সরকারের দায়িত্ব প্রবাসীদের ভিসা ও আকামার সমস্যা সমাধান করা। প্রধানমন্ত্রীর উচিত সৌদি আরব যাওয়া, বাদশাকে বুঝিয়ে বলা প্রবাসীদের সুযোগ সুবিধার বিষয়টি। দেশে আসা দেড় লাখ প্রবাসীর পরিবারের সাথে দেড় কোটি লোকের অন্ন বস্ত্র জড়িত। এজন্য মুসলিম নারী প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর যাওয়া উচিৎ। তার বলা উচিৎ দেশের ৯৫ ভাগ মুসলিম, তারা তাদেরই ধর্মীয় ভাই। 

এসময় জাফরুল্লাহ বিদেশে থাকা রাষ্ট্রদূতদের সমালোচনা করে বলেন, রাষ্ট্রদূতরা বিদেশে গেলে নবাব হয়ে যান। তারা প্রবাসীদের সম্মান দিতে শেখেননি, তাদেরকে সম্মান দিতে হবে। বাংলাদেশের মানুষ একই ধর্ম পালন করে সেটা শিষ্টাচারের সাথে সৌদি বাদশাহকে মনে করিয়ে দিতেই প্রধানমন্ত্রীর সৌদি আরব যাওয়া উচিৎ। 

এসময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রীকে ঘিরে আছে মোসাদ ও দেশের গোয়েন্দা সংস্থা। তারা প্রধানমন্ত্রীর মঙ্গল চাইবেন না এটাই স্বাভাবিক। 

আরো পড়ুন :  পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

জাফরুল্লাহ বলেন, দেশে সুষ্ঠু শাসন নেই বলেই ধর্ষণ থামছে না। দেশে ইয়াং গ্যাং হচ্ছে। সরকারের স্কুল বন্ধ করে দেয়া ভুল সিদ্ধান্ত, দুই শিফটে স্কুল চালানো উচিৎ।

সরকারের পররাষ্ট্র নীতি সম্পূর্ণ ব্যর্থ বলে সমালোচনা করে তিনি বলেন, সকল রাজনৈতিক দল নিয়ে বসলে দেশের সব সমস্যার সমাধান হবে। রাষ্ট্রদূতদের ২৪ ঘণ্টা দূতাবাস খোলা রেখে প্রবাসীদের সেবা দিতে হবে। পররাষ্ট্র দপ্তরের সবাইকে প্রবাসীদের সমস্যা সমাধানে মরুভূমিতে পড়ে থাকতে হবে। 

এসময় ডা. জাফরুল্লাহ সনাতন ধর্মাবলম্বীদের পূজায় তিনদিন  ‍ছুটি দেয়ার দাবি করেন। তিনি বলেন, ঈদে তিনদিন ছুটি থাকলে পূজাতেও তিনদিন ছুটি দিতে হবে। কারণ তারা আমাদেরই ভাই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪