সৃজিত-মিথিলার কাছে এলো মমতা ব্যানার্জির পাঠানো বিশেষ উপহার
- আপডেট সময় : ০২:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১১৩৩ বার পড়া হয়েছে
তুমুল আলোচিত তারকা দম্পতি সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রশীদ মিথিলা। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের জন্য উপহার পাঠিয়েছেন। মূলত দুর্গাপূজা উপলক্ষেই তাদের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন তিনি।
মিথিলা তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে মমতা ব্যানার্জির পাঠানো উপহারের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘চমৎকার পূজার উপহারের জন্য মমতা (মমতা ব্যানার্জি) দিদি আপনাকে ধন্যবাদ।’

ছবিতে দেখা যায়, খোদ মুখ্যমন্ত্রী সৃজিত মুখার্জির জন্য পাঠিয়েছেন লাল রঙের পাঞ্জাবি। আর রাফিয়াত রাশীদ মিথিলাকে দিয়েছেন নীল রঙের শাড়ি।
গত ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত-মিথিলা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পরদিন মধুচন্দ্রিমার উদ্দেশ্যে দুজনে পাড়ি জমান সুইজারল্যান্ড। পরবর্তী সময়ে গ্রীসে একান্ত সময় কাটিয়ে দেশে ফিরেন এই দম্পতি। সম্প্রতি কলকাতা থেকে ঘুরে এসেছেন মিথিলা।