সেই নারী ইউপি সদস্য কারাগারে
স্টাফ রিপোর্টারঃ
কালোবাজারে ঈদ উপহারের ভিজিএফের চাল বিক্রির মামলায় সুনামগঞ্জের তাহিরপুরের নারী ইউপি সদস্য মিনারা বেগম ও মুদি দোকানী আম্বিয়া বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।তাহিরপুর থানার ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাঁতে পরস্পরের যোগসাজশে ভিজিএফের চাল আত্মসাৎ করে কালোবাজারে বিক্রির জন্য মজুত করার অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
মামলার আসামিরা হলো, উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য কলাগাঁও গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী মিনারা বেগম, পার্শ্ববর্তী লালঘাট গ্রামের ইছব মিয়ার স্ত্রী মুদি দোকানী আম্বিয়া বেগম ও একই গ্রামের গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে শামছুল হক।
মামলার বাদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজি মোঃ মাসুদুর রহমান এর মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ থেকে কৌশলে কয়েক বস্তা ভিজিএফের চাল সরিয়ে নিয়ে মুদি দোকানীর কাছে বিক্রি করা হয়।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে গ্রামবাসী জানালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন ইউনিয়নের লালঘাটের ইছব মিয়ার স্ত্রী আম্বিয়া বেগমের মুদি দোকান থেকে বৃহস্পতিবার সাত বস্তা চাউল জব্দ করেন।