DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৮শে এপ্রিল ২০২৫
ঢাকাসোমবার ২৮শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর সহযোগীতায় পানছড়িতে দুটি পরিবার পেল নতুন ঘর

Astha Desk
এপ্রিল ২৮, ২০২৫ ২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

সেনাবাহিনীর সহযোগীতায় পানছড়িতে দুটি পরিবার পেল নতুন ঘর

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দুটি অসহায় পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পানছড়ি সাব জোন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ রিফাত হোসাইন পিএসসি, মুসলিম নগর গ্রামের দুটি দরিদ্র পরিবারের মাঝে এসব ঘর হস্তান্তর করেন।

এসময় সাব জোন কমান্ডার বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। তাই “পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন, পানছড়ি সাব জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, ৫নং উল্টাছড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হাসেম প্রমূখ।

সেনাবাহিনীর এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম পার্বত্য অঞ্চলের জনগণের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং পার্বত্য এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অতিতের ন্যায় সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে আবাসন সহায়তা, চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮