নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাবার পরকীয়ার জেরে মা ও ছেলে একসাথে গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন।
নিহতরা হলেন-উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকার ব্যবসায়ী বীরেন কুমার মন্ডলের স্ত্রী শেফালী রাণী মন্ডল (৪৮) ও তার ছেলে সুজন কুমার মন্ডল (২৭)। বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর বিকেলে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে। বীরেন মন্ডল জানান, দুপুরে তাঁর স্ত্রী শেফালী মুঠোফোনে বাড়িতে তাড়াতাড়ি আসার তাগিদ দেয়।
ওইসময় শেফালী ফোনে জানান, আসতে দেরি হলে আত্মহত্যা করবেন। বাসায় ফিরে তার স্ত্রী ও ছেলেকে অসুস্থ্ অবস্থায় দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর স্ত্রী-ছেলে গ্যাস ট্যাবলেট সেবন করেছেন বলে জানান। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে বিকেল ৩টার দিকে ছেলের মৃত্যু হয়। আর তাঁর স্ত্রীকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে বীরেন মন্ডল পরকীয়ায় জড়িত ছিলেন। পরকীয়ায় হাতে-নাতে ধরা পরায় মোটা অংকের জরিমানাও গুণতে হয়েছে। পরকীয়ার জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, ছেলে সুজন প্রায় ১২ বছর আগে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পরে মা শেফালী তাঁর দেখাশুনা করতেন। এব্যাপারে বাবার কোন ভূমিকা ছিল না। একদিকে ছেলে গুরতর আহত, অন্যদিকে বীরেন বাসায় সময় দিত না।এতে, স্বামীর প্রতি বিরক্ত হয়ে ছেলেসহ তিনি আত্মহত্যা করেন। মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে তিনি জানান, থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ধারণা, তাঁর মা নিজে গ্যাস ট্যাবলেট সেবন করে পরে তার ছেলেকেও ট্যাবলেট খাওয়ান।