সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক এবার বার্তা আদান-প্রদান ও হেলথ ফিচার-সমৃদ্ধ স্মার্টওয়াচ নিয়ে কাজ করছে। পরিধানকারীরা এই স্মার্টওয়াচের সাহায্যে মোবাইলের সংযোগ ছাড়াই মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মতো ফেসবুক পরিষেবা থেকে বার্তা আদান-প্রদান করতে পারবেন।
ফেসবুক এই স্মার্টওয়াচটি আগামী বছর বিক্রি শুরু করার লক্ষ্য নিয়েছে জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ইনফরমেশন। ২০২৩ সালের মধ্যে দ্বিতীয় সংস্করণ বাজারে নিয়ে আসতে চায় তারা। আর বিক্রয়মূল্য হবে উৎপাদনমূল্যের খুব কাছাকাছি।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ফেসবুক রে-বান স্মার্ট চশমা নিয়েও কাজ করছে। যেটা চলতি বছরের শেষে বাজারে আসতে পারে। এসব পণ্য নির্মাণে ফেসবুক হার্ডওয়্যার ডিভাইসগুলোর জন্য নিজস্ব অপারেটিং সিস্টেমেও কাজ করছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।