শিরোনাম:
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৫
Doinik Astha
- আপডেট সময় : ১২:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
- / ১০৪৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।
বুধবার (০১ মে) রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান পাঁচজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশ থেকে ফেরা এক প্রবাসীকে নিয়ে প্রাইভেটকারটি রাতে ঢাকা থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলা নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্বার করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।



















