ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে চান অভিনেত্রী কোয়েল

News Editor
  • আপডেট সময় : ০৮:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • / ১১২৯ বার পড়া হয়েছে

নিজের হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে চান টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক। পাঁচ বছর আগে হারিয়ে যায় কোয়েল ওরফে স্বর্ণজা এর সন্তান। ২১ অক্টোবর, বুধবার মুক্তি পাচ্ছে সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবি ‘রক্তরহস্য’। তার আগে নতুন করে আবারো মুক্তি পেলো কোয়েল মল্লিক অভিনীত এই ছবির ট্রেলার। যেখানে উঠে এলো সন্তানহারা রেডিও জকি ‘স্বর্ণজা’র যন্ত্রণা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, পাঁচ বছর আগে স্বর্ণজা তার সন্তানকে হারিয়েছে। হঠ্যাৎ আসা একটি ফোনে সে তার সন্তানের খোঁজ পায়। এরপরই সন্তানকে ফিরে পেতে একেবারে নাছোড়বান্দা হয়ে পড়ে স্বর্ণজা। সন্তানকে ফিরে পাওয়ার জেদে আরো বেশি করে রহস্যের জালে জড়িয়ে পড়ে স্বর্ণজা। এমনই একটা রহস্যে ভরা গল্প নিয়েই হাজির হতে চলেছে সৌকর্য ঘোষালের ছবি ‘রক্তরহস্য’।

আরও পড়ুন ইন্সটাগ্রামে আবারও ভাইরাল শাহরুখ কন্যা সুহানা খান 

ছবির ট্রেইলারে দেখা যাচ্ছে স্বর্ণজার বিভিন্ন সময় সমাজের ছোট ছোট মানুষগুলির সাহায্যে এগিয়ে আসে। আবার আগ বাড়িয়ে মানুষকে সাহায্য করতে যাওয়ার জন্য একসময় ধাক্কাও খেতে হয় স্বর্ণজাকে। তবে ‘রক্তরহস্য’র ট্রেলারের বিশেষ একটি দৃশ্য নজর কেড়েছে, আর সেটি হল কোয়েল মল্লিকের সঙ্গে শান্তিলাল মুখোপাধ্যায়ের একটি কথোপকথন। যেখানে শান্তিলাল মুখোপাধ্যায়কে কোয়েলের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, মাত্র ৯ মাসের জন্য মা হবি? তার কথা সংশোধন করে কোয়েল বলেন, না, ১১ মাস, ৯ মাস ভিতরে, ২ মাস বাইরে। যদিও কোয়েল অর্থাৎ স্বর্ণজাকে এই ঝুঁকি নিতে দিতে নারাজ শান্তিলাল মুখোপাধ্যায়। আবার ট্রেলারে সন্তানের জন্য কাতর হয়ে পড়তেও দেখা যায় কোয়েলকে।

ট্রেলারে স্বর্ণজা ছাড়াও ঋতব্রত মুখোপাধ্যায়ের চরিত্রটিও নজর কেড়েছে। ট্রেলার দেখে আন্দাজ করা যায়, ‘রক্তরহস্য’ এর রহস্য জড়িয়ে যাবেন অভিনেতা ঋতব্রতও। তবে এর পিছনে ঠিক কী রহস্য রয়েছে তা অবশ্য ছবিটি মুক্তির পরই জানা যাবে।

‘রক্তরহস্য’র ট্রেলারের প্রথম থেকে শেষপর্যন্ত রহস্যে ভরা। একেরপর এক বাধা, সন্তানের জন্য হন্যে হয়ে খুঁজে বেড়ানো সব মিলিয়ে স্বর্ণজার জীবন কীভাবে ওলটপালট হয়ে যায়। সে আদৌ এই সমস্ত রহস্যের জাল ছিঁড়ে ফেলতে পারবেন কি না? নিজের সন্তানকে ফিরে পায় কি না? সব রহস্যেরই সমাধান হবে আগামী ২১ অক্টোবর।

হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে চান অভিনেত্রী কোয়েল

আপডেট সময় : ০৮:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০

নিজের হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে চান টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক। পাঁচ বছর আগে হারিয়ে যায় কোয়েল ওরফে স্বর্ণজা এর সন্তান। ২১ অক্টোবর, বুধবার মুক্তি পাচ্ছে সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবি ‘রক্তরহস্য’। তার আগে নতুন করে আবারো মুক্তি পেলো কোয়েল মল্লিক অভিনীত এই ছবির ট্রেলার। যেখানে উঠে এলো সন্তানহারা রেডিও জকি ‘স্বর্ণজা’র যন্ত্রণা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, পাঁচ বছর আগে স্বর্ণজা তার সন্তানকে হারিয়েছে। হঠ্যাৎ আসা একটি ফোনে সে তার সন্তানের খোঁজ পায়। এরপরই সন্তানকে ফিরে পেতে একেবারে নাছোড়বান্দা হয়ে পড়ে স্বর্ণজা। সন্তানকে ফিরে পাওয়ার জেদে আরো বেশি করে রহস্যের জালে জড়িয়ে পড়ে স্বর্ণজা। এমনই একটা রহস্যে ভরা গল্প নিয়েই হাজির হতে চলেছে সৌকর্য ঘোষালের ছবি ‘রক্তরহস্য’।

আরও পড়ুন ইন্সটাগ্রামে আবারও ভাইরাল শাহরুখ কন্যা সুহানা খান 

ছবির ট্রেইলারে দেখা যাচ্ছে স্বর্ণজার বিভিন্ন সময় সমাজের ছোট ছোট মানুষগুলির সাহায্যে এগিয়ে আসে। আবার আগ বাড়িয়ে মানুষকে সাহায্য করতে যাওয়ার জন্য একসময় ধাক্কাও খেতে হয় স্বর্ণজাকে। তবে ‘রক্তরহস্য’র ট্রেলারের বিশেষ একটি দৃশ্য নজর কেড়েছে, আর সেটি হল কোয়েল মল্লিকের সঙ্গে শান্তিলাল মুখোপাধ্যায়ের একটি কথোপকথন। যেখানে শান্তিলাল মুখোপাধ্যায়কে কোয়েলের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, মাত্র ৯ মাসের জন্য মা হবি? তার কথা সংশোধন করে কোয়েল বলেন, না, ১১ মাস, ৯ মাস ভিতরে, ২ মাস বাইরে। যদিও কোয়েল অর্থাৎ স্বর্ণজাকে এই ঝুঁকি নিতে দিতে নারাজ শান্তিলাল মুখোপাধ্যায়। আবার ট্রেলারে সন্তানের জন্য কাতর হয়ে পড়তেও দেখা যায় কোয়েলকে।

ট্রেলারে স্বর্ণজা ছাড়াও ঋতব্রত মুখোপাধ্যায়ের চরিত্রটিও নজর কেড়েছে। ট্রেলার দেখে আন্দাজ করা যায়, ‘রক্তরহস্য’ এর রহস্য জড়িয়ে যাবেন অভিনেতা ঋতব্রতও। তবে এর পিছনে ঠিক কী রহস্য রয়েছে তা অবশ্য ছবিটি মুক্তির পরই জানা যাবে।

‘রক্তরহস্য’র ট্রেলারের প্রথম থেকে শেষপর্যন্ত রহস্যে ভরা। একেরপর এক বাধা, সন্তানের জন্য হন্যে হয়ে খুঁজে বেড়ানো সব মিলিয়ে স্বর্ণজার জীবন কীভাবে ওলটপালট হয়ে যায়। সে আদৌ এই সমস্ত রহস্যের জাল ছিঁড়ে ফেলতে পারবেন কি না? নিজের সন্তানকে ফিরে পায় কি না? সব রহস্যেরই সমাধান হবে আগামী ২১ অক্টোবর।