DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে ঈদ জামাতকে কেন্দ্র করে নিহত ১, আহত অর্ধশত

রায়হান জামান,কিশোরগঞ্জ
এপ্রিল ২২, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের হোসেনপুর জিনারী ইউনিয়নে পীর কাটিহারী গ্রামে ঈদের জামাত আদায় করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

আধিপত্য বিস্তার নিয়ে প্রথমে কথা কাটাকাটি, পরে দেশীও অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি শুরু হলে ঘটনা স্থলেই মো. নজরুল ইসলাম ( ৪৫) নামে এক ব্যক্তি নিহত হয় । নিহত নজরুল ইসলাম জিনারী ইউনিয়নের পীর কাটিহারী গ্রামের মো.  মফিজ উদ্দিনের ছেলে। এ সময়  গুরুতর আহত আবুল হকসহ কয়েকজন কে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় আরো অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে  জানা যায়,বিগত নির্বাচন কে কেন্দ্র করে পীর কাটিহারী গ্রামে দুই দলে বিভক্ত হয় এবং নিবার্চনের পরে একই পাড়ায় ২টা মসজিদ নির্মিত হয়।  নতুন মসজিদ নির্মাণ হয় কিন্তু মাঠ তো নতুন হয়নি। কিন্তু ঈদের নামাজ পড়ার মাঠ একটা থাকায় দুই পক্ষের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়। নির্বাচনীয় জেরেই এ ঘঠনা ঘটেছে  বলে জানা যায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]