নিজস্ব প্রতিবেদক: মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জ পিটিআই সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোক প্রজ্জ্বলন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃতে পুষ্পস্তবক অর্পণ ও আলোক প্রজ্জ্বলন করা হয়।
এ সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, পৌর মেয়র নাদের বখ্ত, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজনসহ গণমাধ্যমকর্মীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।,
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।