DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

৩৭ বছরের ছোট ছাত্রীকে বিয়ে করলেন অনুপ জালোটা

News Editor
অক্টোবর ৯, ২০২০ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

৩৭ বছরের ছোট ছাত্রী জসলিনের সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন পদ্মশ্রীপ্রাপ্ত গায়ক অনুপ জালোটা! এমন গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

মূলত জসলিন মাথারুর পোস্ট করা একটি ছবি থেকে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। জসলিনের পোস্ট করা ছবিতে কনের বেশে দেখা যাচ্ছে জসলিন মাথারুকে। আর বরের বেশে ধরা দিয়েছেন অনুপ জালোটা। ছবিতে জসলিনের পরনে গোলাপি রঙের বিয়ের পোশাক, হাতে ‘চূড়া’ দেখা যাচ্ছে। শেরওয়ানি এবং পাগড়িতে দেখা গিয়েছে অনুপ জালোটাকে।

টিকটক-লাইকির সুইমিং পার্টির আড়ালে চলছে দেহ ব্যবসা (ভিডিও)

ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে মুখ খুলেছেন অনুপ জালোটা। তিনি বলেন, ‘এই ছবিটা দেখে আপনারা যেমনটা ভাবছেন, আদপে তেমন বিষয় নয়। ছবিটি আমাদের আপকামিং সিনেমা ওহ মেরি স্টুডেন্ট হ্যায়-এর। ছবিতে এটি একটি স্বপ্নের দৃশ্য। যেখানে জসলিন বিয়ে করছেন, আর আমি ওর বাবা। বিয়ের অনুষ্ঠানে পিতৃগণও পাগড়ি পরে থাকেন এবং বরও।’

প্রসঙ্গত, রিয়্যালিটি শো ‘বিগ বস-১২’র সময় জসলিন মাথারু এবং অনুপ জালোটার সম্পর্ক নিয়ে হইচই শুরু হয়। বিগ বস-এ অনুপের প্রেমিকা হিসেবেই গিয়েছিলেন জসলিন। যদিও পরে আবার অনুপ জালোটা দাবি করেছিলেন জসলিন তার মেয়ের মতো। প্রসঙ্গত, জসলিন অনুপ জালোটার কাছে গান শেখেন।

সম্প্রতি, ভোপাল নিবাসী চিকিৎসক অভিনীত গুপ্তার সঙ্গে জসলিনের বিয়েও ঠিক হয়ে যায় বলে শোনা গিয়েছিল। তবে সম্প্রতি সেই বিয়ে ভেঙেও গিয়েছে বলে শোনা যায়। তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করেন জসলিনের শেয়ার করা এই ছবিটি ভাইরাল হতে শুরু করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮