DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪
ঢাকামঙ্গলবার ৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

৫শ শিশুসহ দেড় হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল

Abdullah
অক্টোবর ১৬, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

৫শ শিশুসহ দেড় হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল

 

আন্তর্জাতিক ডেস্কঃ

গত শনিবার (৭ অক্টোবর) সকালে হামাসের হামলার প্রতিশোধ নিতে গাঁজা উপতক্ষ্যকায় হামলা চিলিয়ে অবরুদ্ধ গাজার ৫শ শিশু এবং ২শ ৭৬ জন নারীসহ এপর্যন্ত ১ হাজার ৫শ ৩৭ ফিলিস্তিনিকে শহীদ করেছে দখলদার ইসরাইল। এসময় আহত হয়েছে আরও ৬ হাজার ৬শ ১২ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক। সূত্র-আল-জাজিরা।

ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মৃত্যু হয়েছে ১ হাজার ৩শ জনের। নিহত মানুষের বেশির ভাগই বে-সামরিক মানুষ। ইসরায়েলে ঢুকে পড়া হামাস যোদ্ধাদের হামলায় প্রাণ গিয়েছে তাদের।

এ ছাড়া বহু ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে গেছে হামাস। তাদের মধ্যে ৯৭ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে ইসরায়েল সরকার।

এই বন্দিদের মুক্তির শর্ত দিয়ে বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, যতক্ষণ পর্যন্ত অপহৃত ব্যক্তিদের মুক্তি দেওয়া না হবে, ততক্ষণ গাজায় বিদ্যুতের কোনো সুইচ চালু করা হবে না, পানি সরবরাহের কোনো পথ খুলে দেওয়া হবে না এবং জ্বালানির কোনো ট্যাংক প্রবেশ করতে দেওয়া হবে না।

গত সোমবার থেকে গাজা পুরোপুরি অবরুদ্ধ করার ঘোষণা দেয় ইসরায়েল। এতে আগে থেকেই বোমায় বিধ্বস্ত হওয়া উপত্যকাটির ২৩ লাখ বাসিন্দা আরও সংকটে পড়েন।

প্রসঙ্গত, ইসরায়েলি বিদ্যুৎ সরবরাহ বন্ধের পর গত বুধবার গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটিও জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১