DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

৭ বছর পর ফুলবাড়িয়া কলেজ পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Astha Desk
অক্টোবর ১, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

৭ বছর পর ফুলবাড়িয়া কলেজ পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মোঃ হাবিব/ফুলবাড়িয়া প্রতিনিধিঃ

দীর্ঘ প্রায় সাত বছর পর ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজে নবগঠিত গভর্নিং বডির পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১ অক্টোবর) বিকেলে নবগঠিত গভর্নিং বডির পরিচালনা কমিটির সভাপতি ডঃ মোহাম্মদ তাজুল ইসলাম এর আগমনকে ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে পায়। সভাপতি কলেজ ক্যাম্পাসে পদার্পন করলে প্রথমেই ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করেন।

এরপর তাকে বিএনসিসি কলেজ শাখা গার্ড অফ অনার দেয়। উৎফুল্ল শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে গভর্নিং বডিরপরিচালনা কমিটির সভাপতি সকল সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে গভর্নিং বডিরপরিচালনা কমিটির প্রথম সভায় যোগদান করেন।

সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া কলেজের নবগঠিত গভর্নিং বডিরপরিচালনা কমিটির সভাপতি ডক্টর মুহাম্মদ তাজুল ইসলাম। পরে সভাপতি কলেজ শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে মতবিনিময় সবাই বক্তব্য রাখেন সভাপতি।

ডক্টর মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলী হল আমার প্রাণ।

শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিদ্যুৎসাহী সদস্য সরকারি আনন্দমোহন কলেজ অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ, প্রকৌশলী নজরুল ইসলাম, সদস্য মোঃ গোলাম মোস্তফা, আব্দুল মালেক সরকার, এডঃ মফিজ উদ্দিন মন্ডল, মোঃ গোলাম মোস্তফা, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক সাইফুন নাহার, সদস্য চান্দলি সরকার, শফিকুল ইসলাম তোতা, শফিকুল ইসলাম নয়ন, অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোঃ আমজাদ হোসেন প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪