ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে।
রবিবার ২৪ ফেব্রুয়ারী ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহাম্মদের তত্বাবধানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো,জিআর গ্রেফতারি পরোয়ানায় উপজেলা সদর ইউনিয়নের কোনাবাড়ী নদীর পাড় এলাকার ওয়েজ আলী ওরফে কডু মুন্সির ছেলে আনোয়ার হোসেন, জুয়া আইনে নদীর পাড়ের মৃত জীবন চন্দ্র বর্মনের ছেলে শ্রী মিন্টু বর্মন, পৌরসভার চরপাড়া গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে আবু সাঈদ,দরিরামপুর ৯ নং ওয়ার্ডের মৃত রফিজ উদ্দিন এর ছেলে মোঃ শহিদুল ইসলাম, দরিরামপুর ৭ নং ওয়ার্ডের মৃত ফজলুল হকের ছেলে নান্টু ৪ নং ওয়ার্ডের মোঃ মোতালেব এর ছেলে আব্দুল কাদের জিলানী, ও পৌরসভার ৬ নং ওয়ার্ড নওধার গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে দুলাল উদ্দিন, ৮ নং ওয়ার্ড দরিরামপুরের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে জহিরুল ইসলাম ৯ নং ওয়ার্ড ব্রাক অফিস মোড় এলাকার মৃত আতিকুল ইসলামের ছেলে মোঃ কামাল, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাশরচর গ্রামের বর্তমানে ত্রিশাল উজানপাড়া গ্রামের বাসিন্দা ত্রিশাল মেইন রোড সংলগ্ন অবস্থিত মৌসুমি হোটেলের ম্যানেজার মৃত ছফির উদ্দিনের ছেলে আব্দুল কাদের জিলানী।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ জানান,নিয়মিত,জিআর ১জন এবং জুয়া আইনে ৯ জনসহ সর্বমোট ১০ জনকে গ্রেফতার করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।