DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২১শে এপ্রিল ২০২৫
ঢাকাসোমবার ২১শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

নাটোর প্রতিনিধিঃ
মে ৭, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গাজী অটো রাইস মিল এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ৩০ জন। এ সময় ওই দুর্ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা একটি ট্রাক উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তবে অনেকেই বলছেন দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে পাশ কাটতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় দুই বাসের। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন নিহত ও একটি বেসরকারি ক্লিনিকে মারা যান আরো একজন।

আহতদের উদ্ধার করে বনপাড়ার বেসরকারি হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, নাটোরের লালপুরের ওয়ালিয়ার রুহুল আমিনের স্ত্রী মোহনা আক্তার মিলি, নাটোর সদর উপজেলার পাইকের দোল এলাকার শাহজাহান আলীর মেয়ে সাদিয়া ও ছেলে কাওছার ও একই গ্রামের মুক্তার হোসেনের ছেলে আলমগীর, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বেঙ্গুনিয়া গ্রামের ভানু প্রামাণিকের ছেলে আব্দুল জলিল, চাপাই নবাবগঞ্জ সদরের চাপাই গ্রামের মশিউর রহমান, মাগুরা জেলার সদর থানার মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সোয়া ১১টার দিকে বনপাড়ার মহিষভাঙ্গা এলাকার গাজী অটো রাইস মিলের সামনে ঢাকা থেকে চাপাই নবাবগঞ্জগামী ন্যাশনাল ট্রাভেলস এর সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সিয়াম স্পেশাল নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকও সংঘর্ষে উল্টে যায়। স্থানীয়রা জানান, রাস্তার পাশের দাঁড়ানো ওই ট্রাককে পাশ কাটাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় দুই বাসের।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতাল, পাটোয়ারী ক্লিনিক ও নাটোর হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলেই মারা যায় ৬ জন। চিকিৎসাধীন অবস্থায় বনপাড়া বেসরকারি আমেনা হাসপাতালে মারা গেছেন আরো একজন।

এদিকে আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজকে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন :  ‘মৌলিক সংস্কার’ বলতে কী বোঝাতে চাইছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)?

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ঘটনাস্থলে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩