আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত ২
- আপডেট সময় : ০৩:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
- / ১০৬২ বার পড়া হয়েছে
আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত ২
রানা সাত্তার চট্টগ্রামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় মোঃ জমির উদ্দিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (২৮ জানুয়ারী) ভোরে চমেক হাসপাতালে তিনি মারা যান। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার বরুমছড়া সড়কে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। নিহত জমির উদ্দিন বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ বটতলা এলাকার বহদ্দার বাড়ির জেবল হোসেনের ছেলে। তিনি কেইপিজেডের একটি কারখানায় চাকরি করতেন।
নিহতের চাচা সাহাব উদ্দিন বলেন, গতকাল জমির ও দুই আত্মীয় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বরুমছড়া সড়কে একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা জমিরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। আজ ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মীর্জা মুহাম্মদ হাছান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিকে জব্দ করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
























