ঢাকা বিভাগে শ্রেষ্ঠ ফরিদপুরের জেলা প্রশাসক
মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) হিসেবে ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার মনোনীত হয়েছেন।
জেলায় যোগদানের পর থেকে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য কামরুল আহসান তালুকদারকে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ মনোনীত করা হয়। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
১৭ অক্টোবর ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের উপ-পরিচালক মীর্জা মো. হাসান খসরু স্বাক্ষরিত এক চিঠিতে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারকে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ মনোনীত করা হয়।
ফরিদপুরে জেলা প্রশাসক হিসেবে/২২ সালের ৪ ডিসেম্বর যোগদানের পর থেকেই জেলায় শিক্ষা ও সামাজিক মুল্যেবোধের মূল্যায়নের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিবিধ পদক্ষেপ গ্রহণ করার মধ্যে দিয়ে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ফরিদপুরের সকল স্তরের জনগণের কাছে শিক্ষানুরাগী ও মানবিক চেতনার একজন কর্মকর্তা হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করেন।
জেলার অসংখ্য দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে মানসম্মত শিক্ষা অর্জনে মেধাবী শিক্ষার্থীরা যারা অর্থের অভাবে পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রমে পৌঁছে গিয়েছিল তাদের নগদ অর্থ, বই, পোশাকসহ নানা সামগ্রী সহায়তা করেন তিনি।
বিভিন্ন সময়ে মিট দ্যা ডিসি অথবা উপজেলা পর্যায়ে সাংবাদিক সুধী ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময়কালে তার বক্তব্যের মধ্যে শিক্ষার উন্নয়নের জন্য একজন শিক্ষার্থী বা তার অসহায় পরিবারের সন্তানের জন্য জেলা প্রশাসকের দ্বার উন্মুক্ত বলে যে আওয়াজ তুলতেন তার বাস্তবতার জন্য জেলার মেধাবী শিক্ষার্থীদের জন্য এযাবৎকালের একজন শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে সুধী মহলে নিজেকে প্রতিষ্ঠিত করে জনগণের দয়া ও ভালবাসায় সিক্ত হয়েছেন বলে এম্ন অভিমত জেলার অভিজ্ঞজনের।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, যে কোন সম্মাননা পুরস্কারই একটি কাজের অনুপ্রেরণা জোগায়। আমার ক্ষেত্রেও কোন ব্যতিক্রম নয়। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ ও শিক্ষাব্যবস্থা গড়ার লক্ষ্যে দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সরকারের প্রতিনিধি হিসেবে আমরাও ফরিদপুরবাসীকে শিক্ষার সকল পর্যায়ে স্মার্ট শিক্ষাব্যবস্থা উপহার দিতে চাই।
পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে বলেন, এজেলার জনগণের জন্য কাজ করতে এসেছি। তাদের সেবা করার মধ্যে দিয়ে এ সম্মাননা আমাকে সকল ভাল কাজের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার অনন্য প্রয়াস যোগাতে সক্ষম হবে বলে মনে করেন। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করে জেলা প্রশাসক বলেন, আপনাদের সকলের সহযোগিতা পেলে ফরিদপুরবাসীকে একটা স্মার্ট ফরিদপুর উপহার দিতে সক্ষম হবো।