বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর জমি দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সামিউল ইসলামকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
রোববার (১১ নভেম্বর) জেলা আওয়ামী যুবলীগের দলীয় প্যাডে সংগঠনের জেলা শাখার সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন সামিউল ইসলাম। এ ছাড়া একই ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের স্ত্রী শেফালী বেগমের জমি দখল করার অভিযোগও করা হয় তার বিরুদ্ধে।
এ বিষয়ে যুবলীগ জেলা শাখার সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন বলেন, নৈতিকতা ও সমাজবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের যুবলীগে কোনো স্থান নেই। নানা অভিযোগের ভিত্তিতে সামিউলকে যুবলীগের সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ছাড়া তাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ জানানো হবে।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে সামিউল ইমলাম বলেন, ‘আমি কোনো অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নই। মুক্তিযোদ্ধার স্ত্রী শেফালী বেগমের জমি নিয়ে আদালতে মামলা চলছে। তার জমি দখলের ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।’