ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মাটিরাঙ্গায় গনধর্ষণের শিকার কিশোরী: আটক-২ Logo শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাহাড়ে কাজ করছে বিজিবি Logo ন্যায্য দাবি আদায়ে দীঘিনালায় এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি Logo শিক্ষকদের বাড়িভাড়া ভাতা হবে মোট ১৫ শতাংশ, দুই ধাপে দেওয়া হবে Logo দশমিনায় জেলেদের জিম্মি করে ছাত্রদল নেতার চাঁদাবাজি Logo বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবাদ সম্মেলন Logo মানবতার আলোর পথে: লালন দর্শনের নতুন পাঠ Logo পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম : ড. ইউনূস Logo রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল কার্গো উড়োজাহাজ, নিহত ২ Logo হাসপাতালে সংস্কার উদ্যোগে সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের অগ্রগতি

বিদেশে চাকরির প্রলোভন, ‘ভিসা গাইড সেন্টার’ সিলগালা

News Editor
  • আপডেট সময় : ১২:৫৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

কানাডা, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের দায়ে ‘ভিসা গাইড সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কারাদণ্ডসহ জরিমানা করা হয়।সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মিরপুর শাহআলী মার্কেটের নবম তলায় এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

অভিযানের বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ‘ভিসা গাইড সেন্টার’ নামের প্রতিষ্ঠানটি কানাডা, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশ গমনেচ্ছুদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এরপর তাদের ভুয়া ভিসা ও ওয়ার্ক পারমিট দিয়ে অবৈধ পথে বিদেশে পাঠাতে চায়।

ওটি বয় থেকে ডাক্তার, অভিনব প্রতারণার ফাঁদ

তিনি আরো বলেন, ভুক্তভোগীদের অনেকে ভুয়া ভিসা নিয়ে প্রতারিত হয়েছেন। পরবর্তীতে তারা ওই প্রতিষ্ঠানের কাছে টাকা ফেরত চাইলে তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে অফিস থেকে তাড়িয়ে দেন প্রতিষ্ঠানটির মালিকসহ কর্মকর্তারা।

তিনি আরো বলেন, অভিযানের সময় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিএস হাফিজ ও এমডি মোশারফ হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া অফিসের কাউন্সিলর আরিফুল ইসলাম ও আইটি স্পেশালিস্ট সুজন রনিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সিলগালাও করা হয়েছে।

বিদেশে চাকরির প্রলোভন, ‘ভিসা গাইড সেন্টার’ সিলগালা

আপডেট সময় : ১২:৫৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০

কানাডা, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের দায়ে ‘ভিসা গাইড সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কারাদণ্ডসহ জরিমানা করা হয়।সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মিরপুর শাহআলী মার্কেটের নবম তলায় এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

অভিযানের বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ‘ভিসা গাইড সেন্টার’ নামের প্রতিষ্ঠানটি কানাডা, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশ গমনেচ্ছুদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এরপর তাদের ভুয়া ভিসা ও ওয়ার্ক পারমিট দিয়ে অবৈধ পথে বিদেশে পাঠাতে চায়।

ওটি বয় থেকে ডাক্তার, অভিনব প্রতারণার ফাঁদ

তিনি আরো বলেন, ভুক্তভোগীদের অনেকে ভুয়া ভিসা নিয়ে প্রতারিত হয়েছেন। পরবর্তীতে তারা ওই প্রতিষ্ঠানের কাছে টাকা ফেরত চাইলে তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে অফিস থেকে তাড়িয়ে দেন প্রতিষ্ঠানটির মালিকসহ কর্মকর্তারা।

তিনি আরো বলেন, অভিযানের সময় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিএস হাফিজ ও এমডি মোশারফ হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া অফিসের কাউন্সিলর আরিফুল ইসলাম ও আইটি স্পেশালিস্ট সুজন রনিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সিলগালাও করা হয়েছে।