DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৫ই জানুয়ারি ২০২৫
ঢাকারবিবার ৫ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শাশুড়ির সম্পত্তির হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা

News Editor
অক্টোবর ১৩, ২০২০ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া শহরের বিশিষ্ট শিল্পপতি সরিফ বিড়ি ফ্যাক্টরির মালিক সরিফ হাজী মারা গেলে তার বড় মেয়েকে বিয়ে করেন নন্দীগ্রাম উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রানা। বড় জামাই হওয়ায় শাশুড়ির সম্পত্তির দেখভাল করেন। অন্য ৪ মেয়ে বিয়ে হয়ে অন্যত্র গেলে রানা শ্বশুর বাড়িতে থেকে কৌশলে বগুড়া শহরের নবাববাড়ী সড়কের শেখ সরীফ উদ্দিন মার্কেট, দুটি সিএনজি পাম্প, বিড়ি ফ্যাক্টরীসহ ২টি বাড়ির নিয়ন্ত্রণ নেন। একসময় লিমিটেড কোম্পানির সব সম্পত্তি জাল কাগজ করে নিজের স্ত্রীর নামে লিখে নেন। এছাড়াও ব্যাংকের গচ্ছিত শতকোটিও টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে।

বগুড়ায় শতকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে শাশুড়ি খোদ তার জামাই নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করেছেন। শাশুড়িকে জিম্মি করে অস্ত্রের মুখে শিল্পপতি শাশুড়ির এফডিআর, মার্কেট, পাম্পসহ অন্যান্য সম্পদ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন। তবে অভিযুক্ত জামাইয়ের দাবি, এসব অভিযোগ ষড়যন্ত্র। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

অভিযুক্ত আনোয়ার হোসেন রানার দাবি, শাশুড়িসহ অন্য মেয়েদের ষড়যন্ত্রের শিকার তিনি।

উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, তারা যে অভিযোগ করেছে তা কাল্পনিক। এর মধ্যে কোন সত্যতা নেই।

পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে মামলার অভিযোগের সত্যতা মিলেছে।

অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে মামলার সত্যতা মিলেছে। আশা করছি আমরা বাদীকে ন্যায়বিচার দিতে পারব।

শাশুড়ি দেলোয়ারা বেগম জামাই আনোয়ার হোসেন রানাসহ চার ম্যানেজারের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ৫ অক্টোবর মামলা করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ৩:৪৯
  • ৫:২৯
  • ৬:৪৮
  • ৬:৪২