DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন শি জিনপিং

News Editor
অক্টোবর ১৭, ২০২০ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

যুদ্ধের জন্য সেনাবাহিনীকে সব সময় প্রস্তুত থাকতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির চাওঝৌ শহরে মেরিন কোর পরিদর্শনে সেনাদের এমন নির্দেশ দেওয়ার খবর পাওয়া গেছে। তবে কার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তা স্পষ্ট নয়।

এ বিষয়ে শি জিনপিং বলেন, সেনাদের অবশ্যই সবচেয়ে বেশি অনুগত, সম্পূর্ণ বিশুদ্ধ এবং সবচেয়ে নির্ভরযোগ্য হতে হবে। তাদের কায়মনোবাক্যে সব সময় যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। খবর জিনহুয়ার।

তবে ঠিক কোন পরিস্থিতিতে কার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তা স্পষ্ট না হলেও সংবাদমাধ্যমগুলো জানায়, দক্ষিণ চীন সাগরে চীন তাদের সার্বভৌমত্ব দাবি করে থাকে। একই অঞ্চলে একই রকম দাবি করে থাকে মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন ও তাইওয়ানও।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক এখন যে কোনো সময়ের চেয়ে তিক্ত। এই তিক্ততার মূলে রয়েছে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত মাখামাখি সম্পর্ক এবং করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে বিতর্ক।

এছাড়া, ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র যেটি চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০