তথ্যমন্ত্রীকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর
- আপডেট সময় : ১১:২৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১০৫০ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে তাকে স্থানান্তর করা হয়।
এদিকে গতকাল সকালে স্কয়ার হাসপাতালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে দেখতে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. রায়হান রব্বানী।
মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন জানান, মন্ত্রী সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শেই তিনি হাসপাতালে ভর্তি আছেন।
এর আগে গত শুক্রবার রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। পরে তার করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।