আসন্ন ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে বিষয়ে প্রশাসন ও আওয়ামী লীগ প্রার্থী বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিএনপি। বুধবার বিকেল ৩টায় ইসি সচিবালয়ের সভা কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলটি অভিযোগ জমাপত্র দেয়।
নির্বাচনী প্রচারণায় বাধা, প্রশাসনের অসহযোগিতায় আওয়ামী লীগ প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন বিষয়ে অভিযোগপত্র জমা দিয়েছে বিএনপি। এছাড়া স্থানীয় প্রশাসন ও রিটার্নিং অফিসারের কাছে এর প্রতিকার পাওয়া যায়নি বলেও অভিযোগ দলটির।
নূরের গণচাঁদার হিসাব প্রকাশ,নয় দিনে ৯ লাখ ৭৭ হাজার টাকা
এবিষয়ে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এসব অভিযোগে প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৈঠকে বিএনপি নেতা আব্দুস সালামের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। ইসি থেকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরল হুদা, নির্বাচন কমিশনার কবিতা খানম ও রফিকুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।