বাইডেন–কমলাকে বিশ্ব নেতাদের অভিনন্দন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর বিশ্বনেতাদের অভিনন্দনে ভাসছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। একই সঙ্গে প্রথম নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন তাঁরা। যুক্তরাষ্ট্রের পরবর্তী নেতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিশ্ব নেতারা নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা বলেছেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, পেনসিলভানিয়ায় পপুলার ভোটে জয় পাওয়ার পর ইলেকটোরাল কলেজ ভোটের ম্যাজিক ফিগার ‘২৭০’ ছাড়িয়ে যান বাইডেন। এর পর পরই বিশ্ব নেতারা অভিনন্দন জানাতে থাকেন।
ফলাফল প্রত্যাখ্যান, আইনি লড়াইয়ের ঘোষণা ট্রাম্পের
যুক্তরাজ্য: বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ঐতিহাসিক অর্জনের জন্য কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান তিনি। টুইট করে তিনি আরও বলেন,‘যুক্তরাষ্ট্র আমাদের অতি ঘনিষ্ঠ মিত্র। বাণিজ্য ও নিরাপত্তার মতো পারস্পরিক অগ্রাধিকারমূলক বিষয়ে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি আমি।’
Congratulations @JoeBiden and @KamalaHarris pic.twitter.com/xrpE99W4c4â Boris Johnson (@BorisJohnson) November 7, 2020
বিজ্ঞাপন
কানাডা: প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইট করে করে বলেছেন, ‘অভিনন্দন জো বাইডেন ও কমলা হ্যারিস। আমাদের দুই দেশ ঘনিষ্ঠ বন্ধু, অংশীদার, মিত্র। আমরা এমন এক সম্পর্কে জড়িয়ে আছি, যা বিশ্বমঞ্চে এক অনুপম দৃষ্টান্ত। ভবিষ্যতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’
Congratulations, @JoeBiden and @KamalaHarris. Our two countries are close friends, partners, and allies. We share a relationship thatâs unique on the world stage. Iâm really looking forward to working together and building on that with you both.â Justin Trudeau (@JustinTrudeau) November 7, 2020
অভিনন্দন শেখ হাসিনার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
জার্মানি: বাইডেন ও কমলা হ্যারিসের জয়ে অভিনন্দন জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস টুইটারে বলেন,‘পরবর্তী যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমরা কাজ করতে অপেক্ষা আছি। নতুনের শুরু ও নতুন চুক্তির জন্য আমরা আমাদের সহযোগিতা বাড়াতে চাই।’
ভারত: নির্বাচনে জয় পাওয়ায় জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি এক টুইট বার্তায় বাইডেনকে উদ্দেশ্য করে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ভারতের নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি ভবিষ্যতের দিকে আছি।’
Congratulations @JoeBiden on your spectacular victory! As the VP, your contribution to strengthening Indo-US relations was critical and invaluable. I look forward to working closely together once again to take India-US relations to greater heights. pic.twitter.com/yAOCEcs9bN— Narendra Modi (@narendramodi) November 7, 2020
এদিকে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী টু্ইট করে জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি, তিনি (বাইডেন) যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করবেন এবং কার্যকরী দিকনির্দেশনা দেবেন।’
Congratulations, Vice-President-elect @KamalaHarris! It makes us proud that the first woman to serve as Vice President of the USA traces her roots to India.â Rahul Gandhi (@RahulGandhi) November 7, 2020
পাকিস্তান: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। ইমরান টুইট বার্তায় বলেন, তাঁর দেশ আফগানিস্তানসহ এই অঞ্চলে শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করে যাবে।
Congratulations @JoeBiden & @KamalaHarris. Look forward to President Elect Biden’s Global Summit on Democracy & working with him to end illegal tax havens & stealth of nation’s wealth by corrupt ldrs. We will also continue to work with US for peace in Afghanistan & in the region— Imran Khan (@ImranKhanPTI) November 7, 2020
এ ছাড়া ফ্রান্স, স্কটল্যান্ড, ওয়েলস, গ্রিস, জিম্বাবুয়ে, মাল্টাসহ প্রভৃতি দেশের নেতারা বাইডেন ও কমলা হ্যারিসের জয়ে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশগুলো।তাছাড়াও জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা, ইটালির প্রধানমন্ত্রী জুসেপে কন্টে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন, ন্যাটোর প্রধান ইয়েনস স্টল্টেনব্যার্গের জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন ৷