কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডে গ্রেপ্তার মূল আসামি কারাগারে আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয়ে প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনাসভায় এ কথা বলেন তিনি।
যে কোন সময় ঘোষণা হতে পারে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি
তিনি বলেন, মেজর সিনহা মারা গেছে, সারাদেশ উত্তাল হলো। ঘটনাস্থলে কে গেলেন? সেনাপ্রধান গেলেন, কে গেলেন? আইজিপি গেলেন। মেজর সিনহা হত্যা হলো, গ্রেফতার হলো, সবকিছু হলো- মূল আসামি কি এখন কারাগারে আছে? একটু খোঁজখবর নেন, কারাগারে আছে কিনা। হয়তো পরবর্তী তারিখে বোঝা যাবে আদালতে হাজির করতে পারে কিনা কারা কর্তৃপক্ষ। তাহলে আমরা কোথায় আছি? এটা কি দেশের স্বাধীনতা?
আরও পড়ুন: বিএনপি জয়ী হলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ: ওবায়দুল কাদের
গয়েশ্বর বলেন, আজকে বাংলাদেশে বিশাল সেনাবাহিনী আছে, বিশাল বর্ডার গার্ড আছে। আজকে আমাদের সীমান্তে প্রতিদিন আমরা লাশ রিসিভ করি, প্রতিদিন গুলির আওয়াজ হয় একদিক থেকে, আমাদের দিক থেকে গুলি করা হয় না, আমাদের সিদ্ধান্ত আমরা গুলি করব না, আমাদের সীমান্তরক্ষী বাহিনী এখন গুলি ছুড়ে না। তাহলে বিদেশ থেকে এত অস্ত্রশস্ত্র কিনে কেন?
বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনাসভায় জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মহানগর বিএনপির ফরিদ উদ্দিন, তাঁতী দলের কাজী মুনিরুজ্জামান মুনির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ওবায়দুর রহমান টিপু, জাতীয় গণতান্ত্রিক মঞ্চের ইসমাইল তালুকদার খোকন বক্তব্য দেন।