অবৈধভাবে মাটিকাটায় গুইমারাতে লক্ষ টাকা জরিমানা
- আপডেট সময় : ০২:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১১০১ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার গুইমারাতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক শহীদ উল্লাহকে লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে গুইমারার ছনখলা উতুলপাড়াতে অভিযান চালায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। এ সময় এস্কোবেটর চালকসহ ৩টি মিনিট্রাকের চালক পালিয়ে যায়।
বাকি মিনিট্রাক গুলো মাটিভর্তি অবস্থায় পাওয়া যায়। মাটিভর্তি ২টি মিনিট্রাক আটক করে অনুমতি বিহীন মাটি কেটে ইট ভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ক-উপধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার ওসি তদন্ত শফিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে এবং থাকবে।
আরো জানুন………….
মাটিরাঙ্গায় ভারসাম্যহীন ব্যক্তির আত্নহত্যা
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় নুরুল আলম (৩৫) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের মালেক মাষ্টারপাড়ার মাসুক মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালের দিকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন লিটন বলেন, নুরুল আলম দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলো। তাকে বিভিন্নস্থানে চিকিৎসা করেও ভাল হয়নি। যখন তখন যে কোন কারণে রেগে যেত। মানসিক রোগে ভোগার কারনে একবছর আগে তার স্ত্রী কাকে ডিভোর্স দিয়েেছে। সাফায়েত হোসেন (৮) নামে তার একটি ছেলে আছে। মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী বলেন, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি যাছাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।