DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২০শে মে ২০২৫
ঢাকামঙ্গলবার ২০শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে করোনায় আ.লীগ নেতার মৃত্যু

DoinikAstha
জানুয়ারি ২, ২০২১ ৮:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সাহা মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার (১ জানুয়ারি) সকালে জর্জিয়ার নর্থ সাইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মার যান।

করোনা সংক্রমণ শনাক্তের পর থেকে দীর্ঘদিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রমেশ। তিনি জর্জিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জর্জিয়া আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার দুই মেয়ে এবং স্ত্রীও করোনায় আক্রান্ত। তারা কিছুদিন হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। জর্জিয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।

বাংলাদেশের নোয়াখালীর অধিবাসী রমেশ চন্দ্র সাহা দীর্ঘদিন ধরে জর্জিয়ায় বসবাস করে আসছিলেন। তিনি জর্জিয়ায় বাংলাদেশি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।

তিনি জর্জিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাবেক সহ-সভাপতি, জর্জিয়া বাংলাদেশ পূজা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জর্জিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি পরে জর্জিয়া আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ১৬:৩৩
  • ১৮:৪০
  • ২০:০৩
  • ৫:১৩