ভারতকে ৪০৭ রানের লক্ষ্য ছুড়ে দিল অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ০৫:২৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১০৯৯ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক:সিরিজে এখন ১-১ সমতা। এগিয়ে যাওয়ার জন্য চাই জয়। সেই জয় পেতে মরিয়া অস্ট্রেলিয়া। যে কারণে সিডনিতে ভারতের সামনে ৪০৭ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিকরা। এখন জয়ের জন্য ব্যাট করতে নেমেছে আজিঙ্কা রাহানের ভারত।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে ভারত অলআউট হয়ে গিয়েছিল ২৪৪ রানে। ৯৪ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। মার্নাস ল্যাবশানে, স্টিভেন স্মিথ আর ক্যামেরন গ্রিনের ব্যাটে ভর করে ৬ উইকেটে ৩১২ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
আজ চতুর্থ দিন ব্যাট করতে নেমে লাবুশানে আউট হন ৭৩ রান করে। ১১৮ বল খেলে ইনিংসটি সাজান তিনি ৯টি বাউন্ডারিতে। স্টিভেন স্মিথ প্রথম ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ৮১ রান করার পর রবিচন্দ্রন অশ্বিনের এলবিডব্লিউর শিকার হন তিনি।
ম্যাথ্যু ওয়েড আউট হয়ে যান ৪ রান করে। এরপর জুটি বাধেন ক্যামেরন গ্রিন আর অধিনায়ক টিম পেইন। ১০৪ রানের জুটি গড়ে তোলেন তারা দু’জন। ক্যামেরন গ্রিন আউট হন ৮৪ রান করে। এরপরই ইনিংস ঘোষণা করে দেন টিম পেইন। তিনি নিজে অপরাজিত ছিলেন ৩৯ রানে।
ভারতীয়দের হয়ে ২টি করে উইকেট নেন নবদিপ সাইনি এবং রবিচন্দ্রন অশ্বিন ২টি করে। ১টি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

















