আন্তর্জাতিক ডেস্ক:
বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে যারা উপসাগরীয় অঞ্চলের মান উন্নয়নে কাজ করবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিবিসি’র প্রতিবেদনে জানায়।
শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম বলেন, “নতুন এ সংশোধনীর মাধ্যমে বিনিয়োগকারী, মেধাবী, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পীরা নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও এই সুযোগ পাবেন।”
তবে যারা আরব আমিরাতের পাসপোর্ট গ্রহণ করবে তারা নিজ দেশের নাগরিকত্বও বজায় রাখতে পারবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী।
করোনা মহামারির এই সময়ে মধ্যপ্রাচ্যের অনেক দেশই বিদেশি শ্রমিকদের সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করছে। কিন্তু ঠিক তখনই ভিন্ন পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
এর আগে ২০১৯ সালে শেখ মোহাম্মদ গোল্ডেন কার্ড ভিসা পদ্ধতি চালু করেন। যার মাধ্যমে চিকিৎসক, বিজ্ঞানী এবং মেধাবী শিক্ষার্থীসহ অন্যান্য কয়েকটি পেশাদারদের পরিবারসহ ১০ বছর থাকার সুযোগ দেয়া হয়।