DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে গলা কেটে হত্যা রায় ১৫ বছর পর স্বামীর যাবজ্জীবন

DoinikAstha
ফেব্রুয়ারি ১, ২০২১ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক নিউজ:

১৫ বছর আগে রাজধানীর শাহ আলী থানা এলাকায় স্ত্রী ফেরদৌস আরা লিপিকে গলা কেটে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী এশাদুল হক মামুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্তি মহানগর দায়রা জজ রোকসানা বেগম হ্যাপীর আদালত এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো বিনাশ্রম দুই মাসের সাজা দেয়া হয়েছে।

এর আগে জামিনে থাকা আসামি মামুন আদালতে উপস্থিত হন। এরপর আদালত তার উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায় শেষে আদালত আসামি মামুনকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৩ জানুয়ারি আসামি এসাদুল হক মামুন তার স্ত্রী ফেরদৌস আরা লিপিকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় তার পরদিন ২৪ জানুয়ারি নিহতের ভাই জমিরুল ইসলাম সুমন বাদী হয়ে রাজধানীর শাহ আলী থানায় হত্যা মামলা করেন।

২০১২ সালের ১৬ জানুয়ারি সিআইডির এএসপি ইকবাল আজাদ আসামি এসাদুল হক মামুনকে অভিযুক্ত করে ২০ জনকে সাক্ষী করে অভিযোগ পত্র দাখিল করেন। এরপর ২০১৩ সালের ২৩ এপ্রিল আদালত আসামির অব্যাহতির আবেদন করে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। বিচার চলাকালীন বিভিন্ন সময়ে মোট ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০