জেলা প্রতিনিধি:
অবৈধভাবে বালি ও পাথর উত্তোলনের ছবি তোলার দায়ে দৈনিক সংবাদ পত্রিকার সুনামগঞ্জের তাহিরপুর প্রতিনিধি কামাল হোসেনকে গাছে বেঁধে নির্মমভাবে নির্যাতন করেছে সন্ত্রাসীরা।
এদিকে সাংবাদিক কামালকে নির্যাতনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে জেলা ও উপজেলায় সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, “হাবিব সারোয়ার আজাদ মিয়া ও তার বাহিনীর লোকেরা সিন্ডিকেডের মাধ্যমে কয়লা, পাথর, মদ, গাঁজা ও ইয়াবা চোরাচোলানের পাশাপাশি যাদুকাটা নদীর তীর কেটে বালি ও পাথর বিক্রি করে যাচ্ছে দীর্ঘদিন। তাদের সিন্ডিকেডের গডফাদার হাবিব সারোয়ার আজাদ মিয়া বাদাঘাট ইউনিয়নের মাদকের গ্রামে কামড়াবন্দ এলাকায় বিলাস বহুল মার্কেট ও বাসভবন নির্মাণ করছে।”
বাদাঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, “ঘটনাস্থল থেকে সাংবাদিক কামাল হোসেনকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”