নিজে পিএসজিতে থাকবেন, এমবাপ্পেকেও চান নেইমার
- আপডেট সময় : ০২:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭০ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্কঃ
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে নাকি এখনও পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেননি। অন্যদিকে রিয়াল মাদ্রিদের চোখ রয়েছে এই তরুণের দিকে। এর মধ্যে প্রথমবারের মতো নিজেকে প্যারিসে স্বচ্ছন্দ বলে মন্তব্য করেছেন নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। তবে সঙ্গে এমবাপ্পেকেও রাখতে চান এই তারকা।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো, আবারও ক্যাম্প ন্যু তে ফিরতে পারেন নেইমার। তবে সেই ধারণা নাকচ করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। এমবাপ্পের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে তিনি বড় এবং ছোট ভাইয়ের মতো সম্পর্কের কথা জানান। নেইমার জানিয়েছেন, “এমবাপ্পের সঙ্গে আমার সম্পর্ক ভাইয়ের মতো। আমি তার সঙ্গে খেলতে পছন্দ করি। আমি ওর কাছ থেকে সেরা খেলাটা চাই। তাকে আমি ‘গোল্ডেন বয়’ ডাকি, কারণ সে অনেক বড় মনের অধিকারী। সে হাসিখুশি, সে জানে কিভাবে মজা করতে হয়।”

















