DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দিল্লির মিছিলে যোগ দিয়ে ২১ কৃষক নিখোঁজের অভিযোগ

DoinikAstha
ফেব্রুয়ারি ৫, ২০২১ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লিতে ট্রাক্টর মিছিলে যোগদান করে নিখোঁজ হয়েছেন দেশটির ২১ জন কৃষক। গত ২৬ জানুয়ারি থেকে তাদের খোঁজ মিলছে না। কৃষক সংগঠন সংযুক্ত কিসান মোর্চা (এসকেএম) এমন অভিযোগ করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১২৫ জন কৃষকের বিরুদ্ধে দিল্লি পুলিশ মামলা দায়ের করেছে বলেও জানিয়েছে সংগঠনটি।

ট্রাক্টর মিছিলের পর থেকে জেলে রয়েছেন এমন ১১৫ জনের তালিকা প্রকাশ করেছে দিল্লি সরকার। কিন্তু এখন পর্যন্ত ২১ জনের কোনও খোঁজ নেই বলে দাবি আন্দোলনে শামিল কৃষক ইউনিয়নগুলির। এ ব্যাপারে তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার।

আরও পড়ুন:মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্র-শিক্ষকদের বিক্ষোভ

বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনে আগেই সমর্থন জুগিয়েছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। বৃহস্পতিবার কৃষক সংগঠনগুলির অভিযোগ নিয়ে কেজরিওয়াল বলেন, নিখোঁজ কৃষকদের খোঁজ পেতে কৃষক সংগঠনগুলি দিল্লি সরকারের দ্বারস্থ হয়েছে। আমাকেও অনুরোধ জানিয়েছেন অনেকে। পরিবারের সদস্য বা নিজের ছেলেমেয়ের সঙ্গে যোগাযোগ না করতে পারে কতটা যন্ত্রণা বুঝতে পারছি। ২৬ জানুয়ারির দুর্ভাগ্যজনক ঘটনায় অনেকে জেলবন্দি রয়েছেন। নিখোঁজদের খুঁজে বার করা, পরিবারকে তাদের সম্পর্কে জানানো সরকারের কর্তব্য। নিখোঁজদের খুঁজে বের করতে চেষ্টায় কোনও ত্রুটি রাখছি না আমরা।’’

এ ব্যাপারে উপরাজ্যপাল অনিল বৈজলের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন কেজরিওয়াল।নিখোঁজদের খোঁজ পেতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির কৃষক সংগঠনগুলিও। দিল্লি সীমানা সংলগ্ন এলাকায় আইনি সহায়তা বিভাগ খোলা হয়েছে। যারা এখনও বাড়ি ফেরেননি, সেখানে এসেই অভিযোগ জানাচ্ছেন তাদের পরিবারের লোকজন।

এদিকে আগামীকাল শনিবার ভারতজুড়ে সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন কৃষকরা। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত সাধারণ মানুষকে রাস্তায় বের হতে নিষেধ করেছেন তারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০