DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় হত্যার ,২ জনের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন

DoinikAstha
ফেব্রুয়ারি ৯, ২০২১ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি:

বগুড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সনাতন চন্দ্র প্রাং নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার দায়ে দুই জনের ফাঁসি ও তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১)-এর বিচারক বেগম ইসরাত জাহান এই রায় দেন।মামলায় ফাঁসির আসামিরা হলেন— শাজাহানপুর থানার গণ্ডগ্রাম দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. নুরুল ইসলাম বিপুল (২৮) ও বগুড়া সদর সূত্রাপুর এলাকার মো. আইনুল হকের ছেলে মো. অরুণ (২৪)।

অন্যদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— শাজাহানপুর থানার গণ্ডগ্রাম দক্ষিণপাড়া এলাকার মৃত দশিজল হকের ছেলে মো. রাজিব শেখ ওরফে রাজিব সরকার (২৯), একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে রাফিউল ইসলাম ওরফে রনি (২৫), শাজাহানপুর থানার গণ্ডগ্রাম সারিয়াকান্দিপাড়া এলাকার মো. আমিরুল প্রামাণিকের ছেলে মো. আলম প্রামাণিক (২৫)।

২০১৬ সালের ২ এপ্রিল রাত অনুমান ১০টায় সনাতন চন্দ্র প্রাংকে ছুরিকাঘাত করে আসামিরা। পরের দিন বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা শ্রী সুরথ চন্দ্র প্রাং বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন (মামলা নং ৭৮০/১৭)।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ (রজত) ও এপিপি অ্যাডভোকেট মো. নাছিমুল করিম (হলি)। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল মান্নান, এম এ কে ফজলুল হক, রেয়া মোহাম্মদ বেলাল ও লয়েজ উদ্দিন।

অতিরিক্ত পিপি জানান, ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন নুরুল ইসলাম বিপুল, রাফিউল ইসলাম রনি ও মো. অরুণ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা শাজাহনপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী ও এস আই খোকন কুমার কুণ্ডু তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০