DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

অবশেষে প্রাণঘাতী ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান শুরু করেছে গাইবান্ধা প্রশাসন

News Editor
ফেব্রুয়ারি ৯, ২০২১ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে প্রাণঘাতী ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান শুরু করেছে গাইবান্ধা প্রশাসন

গাইবান্ধায় প্রাণঘাতী ট্রাক্টরের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে গাইবান্ধায় প্রাণঘাতী ট্রাক্টর আটকের অভিযান। এপর্যন্ত ট্রাক্টর, ভটভটি ও নসিমন সহ মোট ২৩ টি আটক করেছে গাইবান্ধা প্রশাসন ও ট্রাফিক বিভাগ। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ মো. নুর-ই আলম সিদ্দিক।

সম্প্রতি গাইবান্ধা জেলার সর্বত্র প্রাণঘাতী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু, কিশোর থেকে শুরু করে প্রান হারিয়েছে একাধিক ব্যক্তি। এ নিয়ে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। গতকাল সোমবারও মাটি বাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে জাহিদ নামে ১৩ বছরের এক কিশোরের মৃত্যুর ঘটনায় উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় লোকজন।

এরই প্রেক্ষিতে নড়েচড়ে বসে গাইবান্ধা জেলা প্রশাসন। গাইবান্ধা জেলার ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ নুর-ই আলম সিদ্দিক বলেন , জেলায় কত সংখ্যক ট্রাক্টর রয়েছে তার সঠিক হিসেব আমাদের কাছে নেই। ট্রাক্টরের নির্দিষ্ট নীতিমালা না থাকায় আমরাও সেভাবে কিছু করতে পারছিনা। ট্রাক্টরের বেপরোয়া চলাচলের জন্য দিনের পর দিন প্রাণহানির ঘটনা বাড়ছে। আর এ কারনে জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। রাস্তায় ট্রাক্টর ব্যবহারের উপর খুব শিগিগিরই একটা নীতিমালা সরকার কতৃর্ক অনুমোদন করা জরুরি বলেও তিনি মনে করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০