DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় মৃত্যু আরো ৮ জনের, শনাক্ত ৩৮৭

DoinikAstha
ফেব্রুয়ারি ৯, ২০২১ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক:

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো ৩৮৭ জন আক্রান্ত হয়েছে।

দেশে মোট পাঁচ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৪২ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৮৪ হাজার ৫৭৩ জন করোনা থেকে সুস্থ হলো। আজ ৯ ফেব্রুয়ারী, মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবে ১৪ হাজার ৪৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৫৭৮টি। এ পর্যন্ত দেশে মোট ৩৭ লাখ ৭৭ হাজার ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন আটজন মৃতের মধ্যে পুরুষ সাতজন ও নারী একজন। এ পর্যন্ত দেশে করোনায় পুরুষ মারা গেছে ছয় হাজার ২৩৬ জন এবং নারী এক হাজার ৯৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ষাটোর্ধ্ব ছয়জন রয়েছেন।এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে একজন, সিলেট বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন। সবাই হাসপাতালেই মারা গেছেন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত বছরের ১৮ মার্চ। এরপর গত বছরের ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।