DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

করোনার টিকা নিলেন খাগড়াছড়ির এমপি

News Editor
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

করোনার টিকা নিলেন খাগড়াছড়ির এমপি

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

 

করোনার টিকা নিলেন পার্বত্য চট্রগ্রাম শরনার্থী বিষায়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। আজ বুধবার (১৭ফেব্রুয়ারি) খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে এ টিকা নেন তিনি।

 

টিকা গ্রহণকালে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশে এখনও করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়নি। আমরা ভাগ্যবান জাতি, আমরা বাংলাদেশের মানুষ টিকা পেয়েছি। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার জন্যই সম্ভব হয়েছে। এসময় তিনি দেশের মানুষের জন্য যে আশ্বাস দিয়েছেন তা পুরন করেছেন।

 

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন নুপুর কান্তি দাশসহ দায়িত্বশীল কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবর্গ।

 

সিভিল সার্জন নুপুর কান্তি দাশ বলেন, আমি প্রথম দিনেই টিকা নিয়েছি। এখন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ করেনি। গতকাল পর্যন্ত ৮হাজার ২৫০জনকে করোনার টিকা প্রদান করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।